শিরোনাম :
বিজ্ঞপ্তি :
হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট এক্সপ্রেস বাস চলাচল বন্ধ; চরম ভোগান্তিতে যাত্রীরা

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট এক্সপ্রেস বাস চলাচল বন্ধে যাত্রী দুর্ভোগ চরমে। মঙ্গলবার ১০ জুন সকাল ৬টা থেকে হবিগঞ্জ শ্রীমঙ্গল, মৌলভীবাজার রোডে সিলেট হবিগঞ্জ এক্সপ্রেস বাস চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, শ্রীমঙ্গল-শেরপুর রুটের বাসের সাথে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের বিরোধের জেরে এই পরিবহন সঙ্কট তৈরি হয়েছে। এ ঘটনায় দুই পরিবহন শ্রমিক সংগঠনের মধ্যে বিরোদের কারণে হবিগঞ্জ-সিলেট বাস চলাচল আপাতত বন্ধ রয়েছে।
হঠাৎ পরিবহন বন্ধের কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাতায়াতকারী প্রতিদিনের যাত্রীরা। নিরূপায় হয়ে অনেকে বেচে নিয়েছেন সিএনজি। কিন্তু ভাড়া তিনগুণ হওয়াতে চরম বিপাকে যাত্রীরা।
প্রশাসন ও পরিবহন নেতৃবৃন্দের প্রতি দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

























