স্টাফ রিপোর্টার:
প্রাচীন অরাজনৈতিক দ্বীনি সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর বার্ষিক ইসলাহী জোড় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গতকাল রবিবার (১২ অক্টোবর) ফজরের পর সমাপ্ত হয়েছে।
বৃহত্তর সিলেটের বরুণা মাদরাসার মসজিদে আবু বকর (রা.) প্রাঙ্গণে গত শনিবার সকাল থেকে শুরু হওয়া দিন ও রাতব্যাপী এ ইসলাহী জোড়ে সভাপতিত্ব করেন সংগঠনের আমীরে আঞ্জুমান ও পীর সাহেব বরুণা নামে খ্যাত শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী)।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি কাফেলাবন্দী হয়ে এই জোড়ে অংশ নেন। অনুষ্ঠানে তালিম, তরবিয়ত ও তাযকিয়ার দাওয়াতের উপর একাধিক গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন আলোচকগণ।
সভাপতির বক্তব্যে আমীরে আঞ্জুমান বলেন, “আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি ইলহামী, ইসলাহী ও অরাজনৈতিক দ্বীনি সংগঠন। দ্বীনবিমুখ মানুষকে দ্বীনের পথে ফিরিয়ে আনা এবং সাধারণ মুসলমানদের মাঝে জরুরিয়াতে দ্বীনের শিক্ষা পৌঁছে দেওয়াই সংগঠনের মূল উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, প্রতিটি মুসলমানের উচিত নিজের ও পরিবারের ঈমান-আমলের পরিশুদ্ধির জন্য ঘরে ঘরে দ্বীনি তালীমের ব্যবস্থা করা। আঞ্জুমানের ইসলাহী কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা প্রয়োজন। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শাখা কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বয়ান ও উপস্থিতি দেন জামিয়া শরইয়্যাহ মালিবাগের প্রবীণ মুহাদ্দিস মাওলানা আবু সাবের আবদুল্লাহ, মাওলানা আহমদ মায়মুন, মাওলানা সাইদুর রহমান বর্ণভী, মাওলানা ওলীউর রহমান বর্ণভী, লেখক ও গবেষক মুসা আল হাফিজ, মাওলানা আব্দুল কাদির বাঘরখালী, মাওলানা ইয়াকুব বর্ণভী, মাওলানা আব্দুল খালিক চলিতাতলী, মুফতি ওয়াজেদ আলী, মুফতি ফয়জুল্লাহ আশরাফী, মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা হুসাইন আহমদ নূরী চৌধুরী, অধ্যক্ষ আব্দুস সবুর, মাওলানা রশীদ আহমদ হামিদী, মাওলানা সাইফুর রহমান মক্কী, মুফতি আবদুল্লাহ ফিরোজী প্রমুখ।
জোড়ের সঞ্চালনা করেন আঞ্জুমানের যুগ্ম মহাসচিব মুফতি শেখ সা‘দ আহমদ আমীন বর্ণভী ও প্রকাশনা সম্পাদক মাওলানা শাব্বীর আহমদ ফতেহপুরী।
শেষ পর্বে আমীরে আঞ্জুমান পীর সাহেব বরুণা দেশ, জাতি ও বিশ্বের মজলুম মুসলমানদের শান্তি, ঐক্য ও কল্যাণ কামনায় অশ্রুসিক্ত কণ্ঠে দোয়া করেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.