হামজার দারুণ ফ্রি-কিকে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
এশিয়ান কাপ বাছাইয়ের রোমাঞ্চকর লড়াইয়ে হংকংয়ের বিপক্ষে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। ম্যাচের মাত্র ১৩ মিনিটেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরীর অসাধারণ এক ফ্রি-কিক গোলে এগিয়ে যায় লাল-সবুজরা।
বক্সের বাইরে থেকে নেওয়া হামজার ফ্রি-কিকটি হংকংয়ের এক ডিফেন্ডারের মাথায় লেগে দিক পরিবর্তন করে সরাসরি জালে জড়ায়। গোলরক্ষক লাফিয়েও বল ঠেকাতে পারেননি। দর্শকসারিতে তখন উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশি সমর্থকরা।
বাংলাদেশের জার্সিতে এটি হামজার দ্বিতীয় গোল। এর আগে গত ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে জামাল ভূঁইয়ার কর্নার থেকে হেডে গোল করেছিলেন তিনি। এবার হংকংয়ের বিপক্ষে ফ্রি-কিক থেকে সেই ধারাবাহিকতা বজায় রাখলেন এই প্রিমিয়ার লিগ তারকা।
ম্যাচের শুরু থেকেই হংকং কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেললেও বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়ভাবে তা সামলাচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে রয়েছে।

























