স্টাফ রিপোর্টার :
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে হুফফাজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত (২০ নভেম্বর) বৃহস্পতিবার জেলার বিভিন্ন মাদ্রাসার অংশগ্রহণে এ আয়োজনকে কেন্দ্র করে ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন ফাউন্ডেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সৈয়দ মআজদুদ আহমেদ রাফি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল বাছিত, শায়খ মাওলানা আব্দুর রহিম, শাইখুল হাদিস মাওলানা ফখরুল ইসলাম, হাফেজ নজরুল ইসলাম, হাফেজ মাওলানা মোস্তাক আহমদ, হাফেজ মাওলানা নুরুল হক এবং হাফেজ মাওলানা খলিল শেখ ইব্রাহিম খলিল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাখার অন্যান্য নির্বাহী সদস্য ও স্থানীয় ওলামায়ে কেরাম।
জেলার ৭টি উপজেলার ২১টি মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিভিন্ন পর্যায়ে মূল্যায়নের মাধ্যমে ১ম থেকে ৭ম স্থান পর্যন্ত বিজয়ীদের ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
অতিথিরা তাঁদের বক্তব্যে কোরআন শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, “জাতির এই ক্রান্তিলগ্নে কোরআন শিক্ষার কোনো বিকল্প নেই। নৈতিক ও চারিত্রিক উৎকর্ষে কোরআনই সর্বোত্তম পথনির্দেশ।”
দোয়ার মাধ্যমে মাওলানা আব্দুর রহিম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.