সিঙ্গাপুর-বাংলাদেশ লড়াই ঘিরে দারুণ উন্মাদনা ছিল দেশজুড়ে। প্রত্যাশার পারদও ছিল বেশ উপরে। এমন ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়া বাংলাদেশ রাকিব হোসেনের গোলে হারের ব্যবধান কমায়।
প্রথমার্ধের শুরুর দিকে তিন তিনবার মিতুল মারমার দারুণ সেভে গোলবার অক্ষত রাখে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত প্রথমার্ধে সেই ধারা আর বজায় রাখতে পারেনি হামজা চৌধুরী-তপু বর্মণরা। ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে হজম করে গোল। এর আগে স্ট্রাইকার রাকিব হোসেন দারুণ সুযোগ পেয়েও গোল করার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। তাতে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। স্কোরশিটে সিঙ্গাপুরের হয়ে নাম তোলেন সং উই ইয়ং।
দ্বিতীয়ার্ধের শুরুতেও খুব একটা গোছালো ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ। সেই সুযোগে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। এবার গোল করেন ইকসান ফান্দি। এই গোলের পর কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। হামজার বানিয়ে দেওয়া বলে সহজ গোল করেন রাকিব। এরপর ম্যাচের শেষ বাশি বাজার আগ মুহূর্তে আরও একটি সু্যোগ পেয়েছিল বাংলাদেশ। শাহরিয়ার ইমনের করা দারুণ হেডে গোল পাওয়া হয়নি স্বাগতিকদের। তাতে হার নিয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।
উন্মাদনা ছড়ানো এই ম্যাচে সিঙ্গাপুরের চেয়ে বেশি সুযোগ পেয়েছিল হামজা-শমিত সোমদের নিয়ে গড়া বাংলাদেশ। তবে ফিনিশিংয়ের অভাবে শেষ পর্যন্ত আর তাদের বানিয়ে দেওয়া বল জাল খুঁজে না পাওয়ায় জয় পাওয়া হয়নি।
প্রধান সম্পাদক এহসান বিন মুজাহির, সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আইটিসিজি, হাজী এলেমান কবির মার্কেট (২য় তলা) কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন: +৮৮০-১৬০১-৬০৮৬৮৮; ই-মেইল: voiceofsreemangal24@gmail.com
Copyright © 2026 voiceofsreemangal. All rights reserved.