৩০ অক্টোবর থেকে ‘মৌলভীবাজার হাফ ম্যারাথন ২০২৬’-এর রেজিস্ট্রেশন শুরু

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
শীতের কুয়াশাচ্ছন্ন সকাল, সবুজ চা-বাগান ও পাহাড়ঘেরা প্রকৃতির মাঝে দৌড়প্রেমীদের মিলনমেলা — এমনই মনোরম পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে “মৌলভীবাজার হাফ ম্যারাথন ২০২৬ (Season 05)”। আগামী ২ জানুয়ারি ২০২৬ তারিখে মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হল থেকে শুরু হবে এবারের দৌড় উৎসব।
এ আয়োজনের মূল লক্ষ্য শুধু প্রতিযোগিতা নয়, বরং স্বাস্থ্য, সুস্থতা ও প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার আনন্দ ভাগ করে নেওয়া। মৌলভীবাজারের শান্ত রাস্তা, চা-বাগানের ঘ্রাণ, ছোট পাহাড়ের ঢাল আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের ভেতর দিয়ে দৌড়বিদরা উপভোগ করবেন এক অনন্য অভিজ্ঞতা।
দেশ-বিদেশের শতাধিক দৌড়প্রেমী অংশ নেবেন এই ইভেন্টে। আয়োজনে রয়েছে মৌলভীবাজার রানার্স ক্লাব, সহযোগিতায় মৌলভীবাজার সাইক্লিং ক্লাব।
ইভেন্টের ক্যাটাগরি ও ফি:
২১.১ কিমি হাফ ম্যারাথন – ফি: ১৩৫০ টাকা
১০ কিমি পাওয়ার রান – ফি: ১২৫০ টাকা
১ কিমি কিডস রান – ফি: ৭৫০ টাকা
রেজিস্ট্রেশন সময়সীমা:
শুরু: ৩০ অক্টোবর ২০২৫
শেষ: ১০ নভেম্বর ২০২৫
“দৌড় মানে শুধু প্রতিযোগিতা নয়, এটি নিজের সঙ্গে লড়াই ও সুস্থ জীবনের পথে এক নতুন অনুপ্রেরণা,” বলছেন আয়োজকরা। তারা জানান, মৌলভীবাজারের পাহাড়, নদী আর চা-বাগানের মাঝের এই দৌড় উৎসব এখন শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিক পর্যায়ের দৌড়প্রেমীদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে। ২০২৬ সালের শুরুটা হোক দৌড়ের উচ্ছ্বাসে, বন্ধুত্বে ও মৌলভীবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর — এই লক্ষ্য নিয়েই আয়োজনটি এগিয়ে যাচ্ছে।
রেজিস্ট্রেশন ও তথ্যের জন্য যোগাযোগ:
0 1716-053063 / +880 1715-633812


















