ট্রেনযাত্রীদের ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান
৮ দফা দাবিতে শমশেরনগরে রেলপথ অবরোধের সমর্থনে মানববন্ধন

এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ প্রতিনিধি :
আখাউড়া–সিলেট রেলসেকশনে বন্ধ থাকা সব রেলস্টেশন পুনরায় চালু ও ট্রেনযাত্রীদের ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সিলেট থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত ঘোষিত রেলপথ অবরোধ কর্মসূচির সমর্থনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টায় ‘৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন, শমশেরনগর’-এর উদ্যোগে রেলওয়ে স্টেশন এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন শমশেরনগর ইউনিয়ন বিএনপি সভাপতি ও সমাজকর্মী এনামুল হক শামীম, এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদল নেতা গোলাম রাব্বানী।
সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস, ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন (কুলাউড়া) আহ্বায়ক সাংবাদিক আজিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আকই, সাংবাদিক খালেদ পারভেজ বক্স, প্রনীত রঞ্জন দেবনাথ, নূরুল মোহাইমীন মিল্টন, নির্মল এস. পলাশ, জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সায়েম, সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সিলেট–ঢাকা ও সিলেট–কক্সবাজার রেলপথে দুটি বিশেষ ট্রেন চালু, আখাউড়া–সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীতকরণ, টিকিট কালোবাজারি রোধ, স্টেশনভিত্তিক আসন সংখ্যা বৃদ্ধি এবং যাত্রী চাহিদা অনুযায়ী অতিরিক্ত বগি সংযোজনসহ ৮ দফা দাবি বাস্তবায়ন এখন সময়ের দাবি।
তারা অভিযোগ করেন, রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা–কর্মচারীর যোগসাজশে একটি সিন্ডিকেট টিকিটের দাম দ্বিগুণ–তিনগুণ বাড়িয়ে কালোবাজারিতে বিক্রি করছে। এসব অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে সিলেট অঞ্চলের রেলসেবা উন্নয়নে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসী সিলেটবাসীর বিপুল রেমিট্যান্স অবদান থাকা সত্ত্বেও রেলপথে উন্নয়ন ও আধুনিকায়নের উদ্যোগ নেই। পুরনো বগি ও ইঞ্জিনে ট্রেন চলাচল, ঘনঘন দুর্ঘটনা এবং টিকিট সংকটে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে আগামী ১ নভেম্বর সিলেট থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত সর্বাত্মক রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।


















