অবহেলায় বিলীন হচ্ছে শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন ডাকঘর

মো. আল আমিন, বিশেষ প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের এক সময়ের প্রাণকেন্দ্র ছিল “সিন্দুরখাঁন সিক্কা ডাকঘর”। স্থানীয়ভাবে পরিচিত “সিন্দুরখাঁন পোস্ট ই-সেন্টার” নামে এই শাখা ডাকঘরটি এখন কেবলই অতীতের স্মৃতি।
বছরের পর বছর অব্যবহৃত থাকার কারণে ভবনটি এখন জরাজীর্ণ ও প্রায় অচল অবস্থায় পড়ে আছে। একসময় এখান থেকেই স্থানীয়দের চিঠিপত্র, মানি অর্ডার, টেলিগ্রামসহ বিভিন্ন ডাকসেবা প্রদান করা হতো। আধুনিক যোগাযোগব্যবস্থা না থাকায় সে সময় ডাকঘরটিই ছিল গ্রামের মানুষের সরকারি ও ব্যক্তিগত যোগাযোগের অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম।
গ্রামের প্রবীণ বাসিন্দারা জানান, “একসময় এই ডাকঘরেই সকাল থেকে মানুষের ভিড় লেগে থাকত। কেউ মানি অর্ডার নিতে আসতেন, কেউ চিঠি পাঠাতে। এখন মোবাইল ফোন আর ইন্টারনেটের যুগে আর কেউ এই দরজায় কড়া নাড়েনা।”
বর্তমানে সিন্দুরখাঁন সিক্কা ডাকঘরের ভবনটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। তবে স্থানীয়দের দাবি, ঐতিহাসিক এই ডাকঘরটি সংরক্ষণ বা সংস্কার করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসের অংশ হিসেবে টিকিয়ে রাখা হোক।
ডাক বিভাগের স্থানীয় কর্মকর্তারা জানান, দেশের অনেক পুরনো গ্রামীণ শাখা ডাকঘরের মতোই সিন্দুরখাঁন সিক্কা ডাকঘরও আধুনিকায়নের পরিকল্পনায় রয়েছে। প্রয়োজনীয় উদ্যোগ ও সংস্কার কাজ সম্পন্ন হলে, এই ঐতিহ্যবাহী ডাকঘরটি আবারও নতুন রূপে ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।















