শ্রীমঙ্গলে হাজারো মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিলো শায়েখ বর্ণভী (রহ.) ফাউন্ডেশন
filter: 109; fileterIntensity: 0.8; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 8; cct_value: 6863; AI_Scene: (-1, -1); aec_lux: 51.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 34;

স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাজারো মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত সেবামূলক সংস্থা শায়েখ বর্ণভী (রহ.) ফাউন্ডেশন।
জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার বার্ষিক ছালানা ইজলাছ উপলক্ষে শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় বরুণা মাদরাসা মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুর রহমান আসজাদ বর্ণভী।
শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ মেডিকেল ক্যাম্প পরদিন শনিবার সকাল পর্যন্ত চলমান থাকে। ক্যাম্পে আগত মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক ডা. হুসাইন আহমদ হামিদীসহ আরও কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী চিকিৎসা সেবা প্রদান করেন।
মেডিকেল ক্যাম্পে দায়িত্ব পালনকারী চিকিৎসক ডা. হুসাইন আহমদ হামিদী বলেন, “এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। অনেকেই আছেন যারা নিয়মিত চিকিৎসা নিতে পারেন না। শায়েখ বর্ণভী (রহ.) ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকা প্রয়োজন।”
চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা আব্দুর রউফ বলেন, “ইজলাছে এসে এমন ফ্রি চিকিৎসা সেবা পাবো ভাবিনি। ডাক্তার দেখিয়েছি, ওষুধও ফ্রি পেয়েছি। আল্লাহ তাআলা এই ফাউন্ডেশনকে কবুল করুন।” আরেক সেবাগ্রহীতা উজ্জ্বল মিয়া বলেন, “গরিব মানুষের জন্য এই চিকিৎসা ক্যাম্প অনেক বড় সহায়তা। নিয়মিত এমন সেবা হলে আমরা অনেক উপকৃত হবো।”
ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুর রহমান আসজাদ বর্ণভী বলেন, “শায়েখ বর্ণভী (রহ.) ফাউন্ডেশন মূলত শিক্ষা, দা‘ওয়া ও সেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যেই গঠিত হয়েছে। ইতোমধ্যে আমরা বিভিন্ন মানবসেবামূলক কাজ সম্পন্ন করেছি। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এসব কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “কোরআন-সুন্নাহভিত্তিক ব্যক্তি ও সমাজ গঠন এবং বিশ্ব মানবতার শান্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণ করে মানবতার সেবায় আত্মনিয়োগ করাই আমাদের মূল লক্ষ্য। সালফে সালিহীনের কর্মপন্থা অনুসরণ করে কোরআন-সুন্নাহভিত্তিক কার্যক্রম পরিচালনাই আমাদের নীতি।”
কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, “মনুষ্যত্বের সঠিক বিকাশ, সুষ্ঠ সমাজ গঠন এবং ইহকাল ও পরকালের শান্তি অর্জনে ইলমে দ্বীনের বিকল্প নেই। ফরজ পরিমাণ ইলম অর্জন, কোরআন তিলাওয়াত বিশুদ্ধকরণ, উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণাগার প্রতিষ্ঠা এবং বেকারত্ব দূরীকরণে শায়েখ বর্ণভী (রহ.) ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
















