শিরোনাম :
বিজ্ঞপ্তি :
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন, অভিযানে ২৩০০ ঘনফুট বালু জব্দ

অনলাইন ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের ফসলি জমি থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। প্রশাসনের অভিযানের পরও এ কার্যক্রম বন্ধ হচ্ছে না।
সোমবার (৫ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের নির্দেশনায় শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুহিবুল্লাহ আকনের নেতৃত্বে ভুনবীর ইউনিয়নের শাসন এলাকার জৈতার বন নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় ২৩০০ ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়, যা পরে নিলামে বিক্রি করা হবে।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের যোগসাজশে বালু উত্তোলনের ফলে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক এবং পানির স্তর নিচে নেমে যাওয়ায় দেখা দিয়েছে পানীয় জলের সংকট। অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।





















