মৌলভীবাজার-৩ আসনে যোগ্য প্রার্থীর দাবিতে ব্লকেড কর্মসূচি

স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) সংসদীয় আসনে ‘যোগ্য প্রার্থী’ দাবিতে ব্লকেড কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টা থেকে মৌলভীবাজার প্রেসক্লাব পয়েন্টে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের বিপ্লবী সাধারণ জনতার ব্যানারে এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
জানা যায়, ১০ দলীয় জোটের অন্যতম শরীক দল জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এম. আব্দুল মান্নান-এর সমর্থনে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
ব্লকেড কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে আয়োজকদের পক্ষথেকে। এদিকে, জোটের শরীক দলগুলোর মধ্যে প্রার্থী ইস্যুতে ভিন্নমত ও টানাপোড়েনের মধ্যেই এ ধরনের কর্মসূচির ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
সংশ্লিষ্ট মহলের মতে, জোটগত ঐক্য ও সমন্বয়ের প্রশ্নে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দলগুলোর কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
খেলাফত মজলিসের নেতাকর্মীরা ব্লকেড কর্মসূচির ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। দলের একাধিক নেতা জানান, জোটের কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এ ধরনের কর্মসূচি জোটগত শৃঙ্খলা ও ঐক্যের জন্য ইতিবাচক নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক খেলাফত মজলিসের এক কর্মী বলেন, “১০ দলীয় জোটের বৈঠক ও পারস্পরিক আলোচনার মাধ্যমে প্রার্থী চূড়ান্ত হয়েছে। জোটের সিদ্ধান্তের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকা উচিত।”
আরেকজন কর্মী বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে তা আলোচনার টেবিলে সমাধান হওয়াই উত্তম। মাঠে কর্মসূচির মাধ্যমে জোটের ভেতরে বিভ্রান্তি তৈরি হলে সাধারণ কর্মীরা ক্ষতিগ্রস্ত হবে।”
তবে তৃণমূল পর্যায়ের কিছু নেতাকর্মী মনে করছেন, বিষয়টি দ্রুত কেন্দ্রীয়ভাবে সমাধান না হলে নির্বাচনী মাঠে জোটের সমন্বয় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাতে ১০ দলীয় জোট থেকে খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী মাওলানা আহমদ বিলাল-কে দেয়াল ঘড়ি মার্কায় নির্বাচনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।















