মুক্তি পেল অপূর্ব-তটিনীর ফিরে আসা

বাংলাদেশের নাটকের দর্শকের প্রিয় নাম জিয়াউল ফারুক অপূর্ব। এখনো তার নতুন নাটক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন সবাই। নাটকপ্রেমী দর্শকের কাছে জুটি হিসেবে বেশ প্রিয় অপূর্ব-তটিনী। অপূর্ব ও তটিনীকে নিয়ে রুবেল হাসানের সাম্প্রতিক নির্মাণ ফিরে আসা। নাটকটি গতকাল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
এ জুটিকে নিয়ে রুবেল প্রথম নির্মাণ করেছিলেন ‘বহিরাগত’। এ নাটকে অভিনয় করে শুরুতেই বেশ আলোচনায় এসেছিলেন তটিনী। এর পরের পথচলা সবারই জানা। একই পরিচালকের ‘মি. অ্যাবসেন্ট মাইন্ডেড’ নাটকেও অপূর্ব-তটিনী জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন। ইউটিউবে প্রকাশিত নাটকটি আর কয়েক দিনের মধ্যেই কোটি ভিউ স্পর্শ করবে। সেই একই সময় রুবেল হাসান অপূর্ব ও তটিনীকে নিয়ে নির্মাণ করেছিলেন আরো একটি নাটক। নাম ফিরে আসা। এ নাটকের গল্প ভাবনা অপূর্বর। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। এর মিউজিক করেছেন প্রত্যয় খান।
ফিরে আসা নিয়ে অপূর্ব বলেন, ‘একই সময় পরপর দুটি নাটকে অভিনয় করেছিলাম। দুটি নাটকই মূলত দর্শকের যেন ভালো লাগে, সে ভাবনা থেকে গল্প নিয়ে ভাবা। রুবেল, সিনেমাটোগ্রাফার কামরুল ইসলাম শুভসহ পুরো ইউনিট অনেক শ্রম দিয়েছে। দুটি কাজই ভালো করার চেষ্টা করেছিল। আমার শতভাগ চেষ্টা তো থাকেই সব সময়। তটিনী আগের চেয়ে অনেক ইমপ্রুভ করেছে, সেটা বোঝাই যাচ্ছে। একটি কাজ তো এরই মধ্যে অনেক সাড়া ফেলেছে। আশা করছি ফিরে আসাও দর্শকের মধ্যে সাড়া ফেলবে।’
অপূর্বর সঙ্গে অভিনয় নিয়ে তটিনী বলেন, ‘অপূর্ব ভাইয়ের সঙ্গে সেই সময় অনেক দিন পর কাজ হওয়ায় একটু নার্ভাস ছিলাম আমি। তিনি এমন একজন অভিনেতা, যার সঙ্গে আমাদের জেনারেশনের শিল্পীদের কাজ করতে পারাটা পরম ভালো লাগার। তিনি ভীষণ সহযোগিতা পরায়ণ। তার সঙ্গে অভিনয় করলে অভিনয়ের স্কুলিংটা খুব ভালো হয়। পরপর দুটি নাটকে অভিনয় করেও আমি অভিনয়ে নতুন আরো অনেক কিছু শিখতে পেরেছি। এটাই অনেক বড় বিষয়।’
রুবেল হাসানের পরিচালনায় অভিনয় করা নিয়ে বলেন, ‘রুবেল ভাই এমন একজন পরিচালক, যিনি এডিটিংয়ের ওপর ভরসা করে নাটক নির্মাণ করেন না। প্রতিটি দৃশ্য ধারণের ক্ষেত্রে তার প্রস্তুতি থাকে।’ নির্মাতা ও দুই অভিনেতা মনে করেন, তাদের আগের নাটকগুলোর মতো ফিরে আসাও দর্শকপ্রিয়তা পাবে।’

























