আজ রাতে চন্দ্রগ্রহণ; মৌলভীবাজারে যখন দেখা যাবে

অনলাইন ডেস্ক:
আজ রাত থেকে শুরু হয়ে আগামীকাল ভোর পর্যন্ত আকাশে দেখা যাবে বিরল এক চন্দ্রগ্রহণ। এই গ্রহণ স্থায়ী হবে মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট।
মৌলভীবাজারের স্থানীয় সময় অনুযায়ী, ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২১ মিনিট ০৬ সেকেন্ডে পেনুম্ব্রাল গ্রহণ শুরু হবে। এরপর রাত ১২টা ০৬ মিনিট ১২ সেকেন্ডে ঘটবে কেন্দ্রীয় চন্দ্রগ্রহণ। গ্রহণ শেষ হবে রাত ২টা ৫১ মিনিট ১৮ সেকেন্ডে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা পর্যন্ত। এছাড়া এর দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমে আংশিক গ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকায় এ গ্রহণ দৃশ্যমান হবে না।
আকাশ মেঘমুক্ত থাকলে বাড়ির ছাদ থেকেই খালি চোখে এই দৃশ্য উপভোগ করা যাবে।
চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী, যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝামাঝি অবস্থান করে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এবং চাঁদ কিছু সময়ের জন্য আংশিক বা পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। এ ঘটনাকেই চন্দ্রগ্রহণ বলা হয়।















