শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন। তিনি পূজামণ্ডপে নিরাপত্তা, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান, সাবেক সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, উপজেলা জামাতে ইসলামের সেক্রেটারি কামরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর মীর এম এ সালাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি সৈয়দ সালাউদ্দিন, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রীতম দাস, খেলাফত মজলিস উপজেলা সভাপতি মো. মোজাহিদু ইসলাম, পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য পলাশ দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজয় কুমার দেব, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুমন রায়, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাস, ইউপি চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন, পৌর আহ্বায়ক প্রণব বৈদ্য প্রমুখ।
সভায় পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর শ্রীমঙ্গল উপজেলায় ১৭০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।















