রাজনগরে যুব অধিকার পরিষদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
মৌলভীবাজারের রাজনগর উপজেলা যুব অধিকার পরিষদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনগর যুব অধিকার পরিষদের সভাপতি জয়নাল আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রিদয় আহমেদ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের গণঅধিকার পরিষদের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. অপু রায়হান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “৫৩ বছরের ইতিহাসে এলিট শ্রেণীর কারো সন্তান আন্দোলনে নিহত বা আহত হয়নি। যারা জীবন দিয়েছে কিংবা আহত হয়েছে তারা সাধারণ গরিব-মধ্যবিত্ত পরিবারের সন্তান। অথচ ভোটের সময় সেই এলিট শ্রেণীর লোকেরা জনগণের সাথে মিশে যায়। তাই তাদের বয়কট করতে হবে।”
তিনি আরও বলেন, “১০০ হোন্ডা, ২০০ গুন্ডা নিয়ে যারা মিছিল করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে, রাস্তা-ঘাট বন্ধ করে মানুষকে কষ্ট দেয়, তাদেরও বয়কট করা উচিত। দেশের তরুণ ছাত্রসমাজ এসব জঞ্জাল পছন্দ করে না। আগামী দিনের নেতৃত্ব বাছাই করতে হবে নতুনত্বের ভিত্তিতে। পুরাতন দিয়ে সমাজের উন্নয়ন সম্ভব নয়।”
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তানিম হোসেন রুহিন প্রমূখ।
এছাড়াও দলটির বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।















