শ্রীমঙ্গলে চা শ্রমিক সন্তানের বিসিএসে সাফল্য; স্থানীয়দের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল:
৪৮তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে নতুন ইতিহাস গড়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাজদিহি চা বাগান এলাকার কৃতি সন্তান ডা. আকাশ নুনিয়া। চা শ্রমিক পরিবারের সন্তান হয়েও তিনি প্রতিকূলতার সঙ্গে লড়াই করে এ সাফল্য অর্জন করে এলাকায় সবার অনুপ্রেরণার কারণ হয়েছেন।
তার এ সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে আনন্দের জোয়ার। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডা. আকাশ নুনিয়ার বাড়িতে স্থানীয় যুব সমাজ, শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন ৫নং কালাপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, শিক্ষানুরাগী ও সমাজকর্মী মো. এবাদুর রহমান মোশাহিদ, ভৈরবগঞ্জ বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফুয়াদ ইসলাম ও মো. তবারক আলী, দারুন নাজাত কওমী মাদরাসার শিক্ষাসচিব মুফতি ফাহিম আল হাসানসহ স্থানীয় গুণিজনরা।
এ সময় মো. এবাদুর রহমান মোশাহিদ বলেন, “চা শ্রমিক পরিবারের সন্তান হয়ে বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশ পাওয়া সত্যিই বিরল অর্জন। আকাশ নুনিয়ার এ সাফল্য আমাদের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
ভৈরবগঞ্জ বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফুয়াদ ইসলাম ও মো. তবারক আলী বলেন, “আকাশ ভাই আমাদের এলাকার গর্ব। তিনি প্রমাণ করেছেন যে, মেধা ও পরিশ্রম থাকলে যেকোনো প্রতিকূলতা জয় করা সম্ভব।”
নিজের অনুভূতি জানাতে গিয়ে ডা. আকাশ নুনিয়া বলেন, “এই সাফল্য শুধু আমার নয়, আমার বাবা-মায়ের কষ্ট, শিক্ষকদের সহযোগিতা এবং এলাকার মানুষের দোয়ার ফল। আমি চেষ্টা করব মানুষের জন্য সৎভাবে চিকিৎসা সেবা দিতে।”
দারুন নাজাত কওমী মাদরাসার শিক্ষাসচিব মুফতি ফাহিম আল হাসান বলেন, “ডা. আকাশ নুনিয়ার সাফল্য আমাদের সমাজের জন্য এক আলোকবর্তিকা। তার পথ অনুসরণ করলে আরও অনেক তরুণ সফল হতে পারবে।”
এদিকে, ডা. আকাশ নুনিয়ার বাবা দশরত নুনিয়া সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “ছেলের এ অর্জনে আমি গর্বিত। তার এই সাফল্য আমাদের পরিবারের দীর্ঘদিনের কষ্টকে সার্থক করেছে।”
স্থানীয়রা মনে করছেন, ডা. আকাশ নুনিয়ার এই সাফল্য শ্রীমঙ্গলের শিক্ষার্থীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
















