শ্রীমঙ্গলে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সাংবাদিক তোফায়েল পাপ্পু

স্টাফ রিপোর্টার:
শ্রীমঙ্গল প্রেসক্লাবের প্রাক্তন সদস্য ও সাপ্তাহিক চায়ের জনপদ পত্রিকার সম্পাদক, বর্তমানে দুবাই প্রবাসী সাংবাদিক তোফায়েল পাপ্পুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন সহকর্মীরা তোফায়েল পাপ্পুর দীর্ঘদিনের সাংবাদিকতার অবদান স্মরণ করে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ এবং সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক সৈয়দ সালাউদ্দিন।
বক্তারা বলেন, তোফায়েল পাপ্পু শ্রীমঙ্গলের সাংবাদিক সমাজে একজন নিষ্ঠাবান, আন্তরিক ও সহযোগী সহকর্মী ছিলেন।
এ সময় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সহ সম্পাদক দপ্তর মুসলিম চৌধুরী, সদস্য আবুজার রহমান বাবলা, নূর মোহাম্মদ সাগর, শাকির আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, সৈয়দ ছায়েদ আহমেদ, শামসুল ইসলাম শামীম, মো. শাহাবুদ্দিন আহমেদ, মিজানুর রহমান আলম, আমজাদ হোসেন বাচ্চু, রুবেল আহমেদ, গোলাম কিবরিয়া জুয়েল ও অরবিন্দ দেব। অনুষ্ঠানে মানবকণ্ঠ শ্রীমঙ্গল প্রতিনিধি আল-আমিনও উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, দীর্ঘ সাড়ে চার বছর পর দেশে ফিরে সহকর্মীদের কাছ থেকে এমন সংবর্ধনা পাওয়া তোফায়েল পাপ্পুর প্রতি সাংবাদিক সমাজের ভালোবাসা ও আন্তরিকতার প্রতিফলন।
উল্লেখ্য, তোফায়েল পাপ্পু অতীতে আনন্দ টিভি, খোলা কাগজসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছেন।















