বড়লেখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫কে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বড়লেখা থানা এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা। তিনি বলেন, দুর্গাপূজার সময় প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এজন্য যাচাই-বাছাই করে স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন ও নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হবে।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আজমল হোসেন এবং সঞ্চালনা করেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার জেলা মজলিসের শূরা সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী তানিম আহমেদ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শৈলেশ চন্দ্র রায়, সদস্য সচিব বিধান চন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক বিধান চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল।
এছাড়াও উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, গ্রাম পুলিশ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রায় ৬৫০ জন সভায় উপস্থিত ছিলেন।















