শ্রীমঙ্গলে গণ অধিকার পরিষদের সহ-সভাপতিকে বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রবাস গমন উপলক্ষে গণ অধিকার পরিষদের উপজেলা সহ-সভাপতি এহসান হাবীব বাবুকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টায় স্থানীয় কার্যালয়ে উপজেলা গণ অধিকার পরিষদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এহসান হাবীব বাবুর মতো নিবেদিতপ্রাণ নেতার প্রবাস যাত্রা কেবল তাঁর ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় নয়, বরং দেশের জন্যও গর্বের বিষয়। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, প্রবাসেও তিনি সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখবেন।
এ সময় বিদায়ী অতিথিকে স্মারক প্রদান করা হয়। আবেগঘন মুহূর্তে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবাসে থেকেও গণ অধিকার পরিষদের সঙ্গে যুক্ত থেকে দেশের উন্নয়নে কাজ করবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি হারুনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী, যুব অধিকার পরিষদ উপজেলা সভাপতি মো. আরিফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।















