শ্রীমঙ্গলে ‘নিসচা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ২০২৬-২৭ সনের জন্য অনুমোদনপ্রাপ্ত ৩৯ সদস্য বিশিষ্ট নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে শহরের রিজিক রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. আমজাদ হোসেন রনি, এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টা ও নিউ লাইফ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজ আহম্মেদ।
বিশেষ অতিথি ছিলেন নিউ লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও নিসচার উপদেষ্টা ডা. মো. আব্দুল্লাহ আল মামুন, নিসচার উপদেষ্টা মো. ফারুক মিয়া, সহ-সভাপতি গোলাম রহমান মামুন, মো. আমির হোসেন শেখ এবং সাধারণ সম্পাদক অর্জুন ঘোষ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, সহ-সাধারণ সম্পাদক মো. মালেক ও আশীষ রবিদাস, দপ্তর সম্পাদক দুলা মিয়া, প্রচার সম্পাদক ইয়াছিন তালুকদার, প্রকাশনা সম্পাদক মাহমুদুল আলম চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক পংকজ সরকার, সাংস্কৃতিক সম্পাদক মো. ইনাম উল্লাহ খান, মহিলা বিষয়ক সম্পাদক সুনন্দা দাস নিম্মী, যুব বিষয়ক সম্পাদক মো. আব্দুল হান্নানসহ কার্যকরী সদস্যরা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মো. গোলাম মোস্তফা, শিক্ষক মো. একরামুল কবীর, এবং আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ মান্না।
প্রধান অতিথি ডা. মাহফুজ আহম্মেদ বলেন, “সড়ককে নিরাপদ রাখতে তরুণ সমাজকে সচেতন ভূমিকা রাখতে হবে। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, ফিটনেসবিহীন গাড়ি ব্যবহার ও লাইসেন্সবিহীন ড্রাইভারদের গাড়ি চালানো থেকে সবাইকে বিরত থাকতে হবে।”
বিশেষ অতিথি ডা. মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মানার বিকল্প নেই। নিজে যেমন আইন মেনে চলব, অন্যকেও সচেতন করব— তাহলেই সড়ক হবে নিরাপদ। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতা কার্যক্রম চালাতে হবে।”
পরিচিতি সভা শেষে উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়।
















