শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদা ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহরে এক বিশাল র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোছাব্বির আলী মুন্না।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
এসময় আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু ও হাফিজুর রহমান চৌধুরী তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ, যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান এবং সদস্য সৈয়দ সালাউদ্দিনসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনটি জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশপ্রেমের প্রতীক হিসেবে জাতির মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।















