১০ হাজারের পরিবারে পরিণত হলো ‘ভয়েস অব শ্রীমঙ্গল’

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ অতিক্রম করেছে ১০ হাজারের অনন্য মাইলফলক। সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ হাজারের বেশি ফলোয়ার অর্জনের মাধ্যমে এটি এখন হয়ে উঠেছে শ্রীমঙ্গলের একটি বৃহৎ অনলাইন সংবাদ পরিবারের নাম।
শুরুটা ছিল একদম ছোট পরিসরে—শ্রীমঙ্গলের খবর, মানুষের কথা ও এলাকার গল্প তুলে ধরার এক সৎ প্রয়াস নিয়ে। ধীরে ধীরে পাঠক, দর্শক, শুভাকাঙ্ক্ষী ও ফলোয়ারদের অকুণ্ঠ ভালোবাসা, সহযোগিতা ও আস্থায় ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ আজ প্রতিষ্ঠিত হয়েছে স্থানীয় সংবাদ অঙ্গনের একটি নির্ভরযোগ্য নাম হিসেবে।
সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার বলেন, “শুরু থেকে আমরা চেষ্টা করে গেছি শ্রীমঙ্গলের মানুষের কথা, এলাকার ইতিবাচক দিক ও জনস্বার্থমূলক বিষয় তুলে ধরতে। পাঠক, দর্শক, শুভাকাঙ্ক্ষী ও ফলোয়ারদের আন্তরিক ভালোবাসা ও অব্যাহত সমর্থন আমাদের এই অর্জন সম্ভব করেছে। আপনাদের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা।”
তিনি আরও বলেন, “সামনে পথ আরও দীর্ঘ, দায়িত্বও আরও বড়। তবে আপনাদের সহযোগিতা, দোয়া ও পরামর্শ নিয়েই আমরা এগিয়ে যেতে চাই আরও নির্ভরযোগ্য, ইতিবাচক ও দায়িত্বশীল সাংবাদিকতার পথে।”
‘ভয়েস অব শ্রীমঙ্গল’ পরিবারের পক্ষ থেকে সকল পাঠক, দর্শক, শুভাকাঙ্ক্ষী ও ফলোয়ারদের প্রতি জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
অতীতের সাফল্যকে পুঁজি করে সামনে আরও মানসম্মত, নির্ভুল ও জনবান্ধব সংবাদ উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ টিম।
















