কমলগঞ্জে মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির উদ্বোধন

এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের জন্য নির্মিত ‘অভিভাবক ছাউনি’র উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় চত্বরে নবনির্মিত ছাউনিটির উদ্বোধন করেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, মহিলা সদস্য রেফা বেগম, সমাজসেবক আফরোজ খান, তালুকদার আমিনুর রহমান, আবু বক্কর বাক্কা প্রমুখ।
চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, “মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরা আসেন, কিন্তু এতদিন তাদের বসার উপযুক্ত কোনো স্থান ছিল না। ২০২৪–২৫ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের অর্থায়নে এই ছাউনিটি নির্মাণ করা হয়েছে, যাতে অভিভাবকেরা আরাম করে অপেক্ষা করতে পারেন।”
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ছাউনি নির্মাণ হওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা, অভিভাবকদের স্বাচ্ছন্দ্য এবং বিদ্যালয় ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন।















