কমলগঞ্জে গুড নেইবারসের বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প

এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপি–এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আদমপুর ইউনিয়নে সংস্থাটির নিজস্ব অফিস ক্যাম্পাসে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।
সকালে কমিউনিটির সাধারণ জনগণ ও অতিথিদের অংশগ্রহণে সচেতনতামূলক আলোচনা সভার মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি এন্ড্রিকো মন্ডল, ম্যানেজার, গুড নেইবারস্ বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আকাশ রায়, এম.ও. সিএস, মৌলভীবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এম. মাহবুবুল আলম ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কমলগঞ্জ; বিলকিস বেগম, সিডিসি চেয়ারপারসন; সমাজসেবক ও মিডিয়া প্রতিনিধি মো. আব্দুর সালাম এবং সাব্বির এলাহী, সিডিসি সদস্য।
দিনব্যাপী ক্যাম্পে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন—ডা. তানভীর আহমদ, এমবিবিএস, PDT (চর্ম, যৌন, অ্যালার্জি ও সেক্সুয়াল রোগ বিশেষজ্ঞ)
ডা. হ্যাপি দাশ, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডিজিও (গাইনী ও অবস), এফসিপিএস শেষ পর্ব
চিকিৎসাসেবা গ্রহণ করতে বিভিন্ন এলাকার শতাধিক মানুষ ক্যাম্পে উপস্থিত হন।
এছাড়া ক্যাম্পের অংশ হিসেবে গুড বাজার সেবা আয়োজন করা হয়, যেখানে স্থানীয় ২০০ জন মানুষের মাঝে সাশ্রয়ী মূল্যে ৩০% ছাড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য—তেল, ডাল, চিনি, আটা, সাবান ও ডিটারজেন্ট—বিক্রি করা হয়।
গুড নেইবারস্ কর্তৃপক্ষ জানায়, এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
















