বড়লেখায় খিদমাহর ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় খিদমাহ ব্লাড ব্যাংক, বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী ৮ম ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সুজাউল অফিসবাজার যাত্রী ছাউনিতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন পরিচালিত হয়।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখার পরিচালক কিবরিয়া আল মাহমুদ, কোষাধ্যক্ষ জুয়েল আহমদ, দপ্তর সম্পাদক মারজান আহমদ এবং কার্যকরী সদস্য সালমান আহমদ। এছাড়াও শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছায় রক্তদাতাদের মধ্যে উপস্থিত ছিলেন কয়েছ আহমদ, আব্দুল হাসিব, শুয়াইবুর রহমান, আব্দুস ছামাদ, মোহাম্মদ রহমানসহ অনেকে।
আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন রক্তদাতাদের স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করাই এ ক্যাম্পেইনের প্রধান লক্ষ্য ছিল। দিনব্যাপী আয়োজনটিতে ২২৭ জনেরও বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, যা স্থানীয় মানুষের আগ্রহ ও সচেতনতার প্রতিফলন।
শাখা পরিচালক কিবরিয়া আল মাহমুদ জানান, “সৃষ্টির সেবায়—স্রষ্টার সন্তুষ্টি” এই মূলমন্ত্র বুকে ধারণ করে খিদমাহ পরিবার মানুষের কল্যাণে কাজ করছে। রক্তদানের গুরুত্ব তুলে ধরা এবং নতুন প্রজন্মকে মানবসেবায় সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য।”
আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে রক্তদানের ইতিবাচক ধারা আরও সুদৃঢ় হবে।
















