শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শ্রমিক অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শ্রমিক অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে শহরের রিজিক রেস্টুরেন্ট হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় ২০২৫–২৬ সেশনে (৬মাস মেয়াদে) মোঃ আজম আহমেদকে শাখা সভাপতি, খেলাল মিয়াকে সাধারণ সম্পাদক ও আব্দুল মালেককে সাংগঠনিক সম্পাদক করে ৬২ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের ঘোষণা দেন গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহসভাপতি এবং মৌলভীবাজার-৪ আসনের গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশীদ।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—সিনিয়র সহসভাপতি শরিফ হোসেন, শামছু মিয়া, মতিউর রহমান, জুয়েল মিয়া, সহসাধারণ সম্পাদক কাছম আলী, লিটন মিয়া, রিপন মিয়া, সুমন মিয়া, বাবুল মিয়া, বাছির মিয়া, আইনুদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, আবজাল মিয়া, আরিফ দেওয়ান, পরিমল কর, দপ্তর সম্পাদক হারুন মিয়া, সহদপ্তর সম্পাদক বিল্লাল মিয়া, জারু মিয়া, তোফায়েল মিয়া, হিরু মিয়া, অর্থ সম্পাদক সোহেল মিয়া, আজম মিয়া, রমিজ মিয়া, ইমন মিয়া, লিটন মিয়া, নারী সম্পাদক রুনা আক্তার, সহ নারী সম্পাদক আফিয়া আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদ মিয়া, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন মিয়া, মনফর মিয়া, সাগর মিয়া, কানু মিয়া, হোসেন মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাহুল আমিন, সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মিয়া, জামান মিয়া, জিহান মিয়া, সংস্কৃতি সম্পাদক রায়হান উদ্দিন, সহসংস্কৃতি সম্পাদক মিটু মিয়া, নুরু ইসলাম, রুমান মিয়া, ফরিদ মিয়া, জামাল মিয়া, লেবু মিয়া, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক রাসেল মিয়া, সহ দুর্যোগ ও ত্রাণ সম্পাদক উজ্জল কর, রুবেল মিয়া, গফুর মিয়া, সদস্য আব্দুল করিম, জালাল মিয়া, আব্দুস ছাত্তার, কিতাব আলী, ইয়াসিন মিয়া, আলাল মিয়া, সুমন মিয়া, হারুন মিয়া, লিটন মিয়া, আলাই মিয়া, লেদু মিয়া, নাজিম মিয়া, জাফর মিয়া আকবর আহমেদ।
মতবিনিময় সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মসংস্থান নিরাপত্তা, ন্যায্য মজুরি এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।
এ সময়ে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় আয়োজকরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে শ্রমিক অধিকার পরিষদের কার্যক্রম আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

















