কালাপুর ইউনিয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের এমপি প্রার্থী, কারা নির্যাতিত মজলুম আলেম মাওলানা শেখ নূরে আলম হামিদী।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে কালাপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাওলানা রশিদ আহমদ হামিদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না; আমি রাজনীতি করি মানুষের অধিকার, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য। শ্রীমঙ্গল–কমলগঞ্জের প্রতিটি এলাকার মানুষের দুঃখ-কষ্ট ও সমস্যার কথা আমার জানা আছে।” তিনি আরও বলেন, “নির্বাচিত হতে পারলে কালাপুর ইউনিয়নসহ পুরো শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান খাতে সমান গুরুত্ব দিয়ে কাজ করবো।”
তিনি বলেন, “অবহেলিত মানুষ, শ্রমজীবী, কৃষক, চা শ্রমিক, তরুণ সমাজ ও নারীদের অধিকার রক্ষায় আমি আপসহীন থাকবো। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়াই আমার লক্ষ্য।”
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী, নাজাত ইসলামী মারকাযের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা সালেহ আহমদ হামিদী, নাজাতের উপদেষ্টা মাওলানা জাকির আহমদ হামিদী, মাওলানা আবদাল হোসেন খান, শেখবাড়ি জামিয়ার নির্বাহী মুহতামিম মাওলানা শেখ আহমদ আফজল বণর্ভী, মাওলানা আব্দুর রহমান আসজাদ বণর্ভী, মাওলানা সাইফুর রহমান মক্কী এবং ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
















