গণমাধ্যমকর্মী ও কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে সাদিয়া’স আইএলটিএসের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাদিয়া’স আইএলটিএস অ্যাকাডেমির আয়োজনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) রাতে শহরের অভিজাত আগ্রা চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাদিয়া’স আইএলটিএস অ্যাকাডেমির ফাউন্ডার ও সিও সাদিয়া রহমান তার প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এবং আরও ঘোষণা দেন, বৃহত্তর পরিসরে মানসম্মত ইংরেজি শিক্ষা প্রদান এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পরীক্ষার প্রস্তুতির সুযোগ সৃষ্টি করতেই সাদিয়া’স আইএলটিএস অ্যাকাডেমি কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, আগামী ২ জানুয়ারি অ্যাকাডেমির দ্বিতীয় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।
উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থীদের জন্য Special Announcements এবং On-Spot Registration Benefits ঘোষণা করা হবে বলেও তিনি জানান।
সভায় উপস্থিত গণমাধ্যমকর্মী ও কন্টেন্ট ক্রিয়েটররা প্রতিষ্ঠানের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে শিক্ষা কার্যক্রম প্রসারে গঠনমূলক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কন্টেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন।
















