শ্রীমঙ্গলে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সহস্রাধিক নারী-পুরুষ নেতাকর্মীর উপস্থিতিতে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টায় শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও জাতীয়তাবাদী শ্রমিক দল শ্রীমঙ্গল উপজেলা শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু।
কৃষক দল শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোস্তাকিন আলীর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আতিকুর রহমান জরিফ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য শেখ জসিম, মৌলভীবাজার জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য হেলেনা চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর, মিল্লাদ হোসেন মিরাশদার, যুগ্ন আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, শ্রীমঙ্গল পৌর শ্রমিক দলের সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, লেমন গ্রুপের চেয়ারম্যান মো. সেলিম মিয়া, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মোছাব্বির, এম এ কাইয়ুম, এমদাদুল হক, মকবুল হোসেন, মোবারক হোসেন, আব্দুর রহিম, আবুল হোসেন, পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. আলকাছ মিয়া, নজরুল ইসলাম, টিটু দাস, টমাস, শ্রীমঙ্গল উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. তাজু সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতৃবৃন্দ।

















