শিরোনাম :
বিজ্ঞপ্তি :
এই শহরে

এই শহরে টিকে থাকার মূল্য অধিক
থাকুক যতো সোনায় মোড়া এর চারিদিক।
এই শহরে খুব নিরবে কেউ তো পোড়ে
স্বপ্নভাঙার ব্যথা বাজে হৃদয়জুড়ে।
এই শহরে সোনার স্মৃতি যেমন আছে
কান্নাগুলো তেমনি বাজে খুব তো কাছে।
এই শহরে স্বপ্নগুলো আধমরা লাশ
মন যেন ওই সন্ধ্যেকালীন মেঘের আকাশ।
এই শহরে মানুষ আছে শুয়োর আছে
পলিটিক্যাল নষ্টা এবং পুওর আছে।
এই শহরে মধ্যবিত্ত মানুষ মানে
বেঁচে থাকার শর্তে তারা দুঃখ কেনে।
এই শহরে থাকা মানে পোড়তে থাকো
নয় তো তুমি নষ্ট স্রোতে ভাসতে থাকো।
সব তো হবে বাড়িঘর আর রাজার রানী
কেবল তোমায় হতে হবে সাপের নানী।

















