কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে রবীন্দ্র -নজরুল জন্মজয়ন্তী উদযাপন

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
শনিবার (২১ জুন) বিকালে মাধবপুর মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক প্রবাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক ও মণিপুরী ললিতকলা একাডেমির সভাপতি মো: ইসরাইল হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. প্রিয়াংকা গোপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো: মাহফুজুল কবির, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু, কবি মায়া ওয়াহেদ।
এছাড়াও বক্তব্য রাখেন কবি পুলক কান্তি ধর, একাডেমির নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহা প্রমুখ।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি শিল্পী ড.প্রিয়াংকা গোপ সংগীত পরিবেশেন করেন ও সংগীত বিভাগের প্রশিক্ষক সুতপা সিনহার ও নাট্যনির্দেশক শুভাশিষ সিনহার নির্দেশনায় একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহনে সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। এছাড়াও অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
















