শিরোনাম :
বিজ্ঞপ্তি :
জেগে উঠো আবার

ইমদাদ বিন ইসমাঈল
লড়াইয়ের জন্যে বাধে আমামা
উন্নত করো শির,
অজেয় তুমি নবীর সেনা
বিপ্লবী সেই বীর।
আজি রণাঙ্গনে ঢালতে হবে
দেহের তপ্ত খুন,
বাতিলের মুকাবেলায় জীবন বিলাতে
তৈরী হও তরুণ।
বিদ্রোহী অনল জ্বলছে দেখ
শোণিতের কোনায় কোনায়,
মাজলুম উম্মাহ আজ বার্তাবহ
জিহাদ করো ধরায় ধরায়।
নয়ন মেলে ঘুমিয়ে থাকার
নেই তো সময় আর,
সময় এসেছে জেগে উঠার
জেগে উঠ আবার।
আল্লাহ ছাড়া কাওকে মোরা
করি নাকো ভয়,
বীরদর্পে আজ জেগে উঠা
আমাদের সেই জয়।
শিক্ষার্থী, সুলতানপুর মাদরাসা সিলেট।





















