হবিগঞ্জে ইসলামী যুব মজলিসের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি:
ইসলামী যুব মজলিস হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় হবিগঞ্জ শহরের সাম্পান রেস্টুরেন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব মজলিস হবিগঞ্জ জেলা সভাপতি প্রভাষক শিব্বির আহমদ এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সভাপতি মহিউদ্দিন জামিল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণমানুষের সংগঠন খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শায়েখ মাওলানা হোসাইন আহমদ নূরী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ হাফেজ মাওলানা মুহাম্মদ সালমান।
এছাড়া হবিগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠানকালীন সভাপতি হাফেজ আবু তাহেরও বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মুফতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম আবির, অফিস সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রিয়াদ আল আসাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুর রউফ আশরাফ প্রমুখ।























