টিকিটবিহীন যাত্রী ও কালোবাজারি রোধে রেলওয়ের অভিযান

স্টাফ রিপোর্টার:
টিকিটবিহীন যাত্রী ও টিকিট কালোবাজারি রোধে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশেষ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ঢাকা-সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে ‘এন আইডি যার, টিকিট তার’ কর্মসূচির আওতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (আখাউড়া) সঞ্জয় কুমার হাওলাদার, এবং শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাখাওয়াত হোসেন প্রমুখ। অভিযানে সহায়তা করেন রেলওয়ে পুলিশ ও আরএনবি সদস্যরা।
ওসি খাইরুল ইসলাম তালুকদার বলেন, “এন আইডি যার, টিকিট তার কর্মসূচির আওতায় টিকিট কালোবাজারি রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এর মাধ্যমে যাত্রীদের সচেতন করা এবং কালোবাজারিদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। টিকিট বিক্রয়ে অনিয়ম রোধে রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।”
রেলওয়ে সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র যাচাই করে টিকিটের তথ্য মিলিয়ে দেখা হয়। টিকিটবিহীন ও সন্দেহভাজন যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়।


















