আমীরে মজলিস আসছেন শ্রীমঙ্গলে: আজ বিকেলে উলামা ও সুধী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বানে খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে আজ বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হচ্ছে এক গুরুত্বপূর্ণ উলামা ও সুধী সমাবেশ।
সমাবেশটি শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ রিজিক রেস্টুরেন্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলাফত মজলিসের আমীরে মাওলানা আব্দুল বাছিত আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় সহসভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিম এবং মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম।
সমাবেশে সভাপতিত্ব করবেন খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা মো. আয়েত আলী।
আয়োজক সূত্রে জানা গেছে, সমাবেশে খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উলামা-মাশায়েখ, শিক্ষক, ব্যবসায়ী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন অংশ নেবেন।
এ সমাবেশে দেশের চলমান সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট, ইসলামী আন্দোলনের করণীয় এবং উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হবে।
উল্লেখ্য, খেলাফত মজলিস দীর্ঘদিন ধরে ইসলামী আদর্শভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। শ্রীমঙ্গলে আজকের এই উলামা ও সুধী সমাবেশ সেই ধারাবাহিক কর্মসূচিরই অংশ।
















