সুনামগঞ্জে খেলাফত যুব মজলিসের দায়িত্বশীল তারবিয়া মজলিস

মেরাজ বিন আশকর, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে জেলা মজলিসে আমেলা সদস্যদের নিয়ে “দায়িত্বশীল তারবিয়া মজলিস” অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা কবির আহমদ এবং পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বী মারুফ। দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ ফেদাউল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন ইমাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ-সেক্রেটারী মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক,বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আরশদ মুহাম্মদ, যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথিরা দায়িত্বশীল নেতৃত্ব, ইসলামী আন্দোলনের বিকাশ এবং তরুণ প্রজন্মকে আদর্শিক শিক্ষায় গড়ে তোলার গুরুত্ব নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করেন।























