শাল্লায় বিএনপি নেতা জুনেদকে নিয়ে অপপ্রচার: নিন্দা ও আইনি ব্যবস্থার দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ১নং আটঁগাও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনেদ আহমেদ তালুকদারকে নিয়ে ফেসবুকের ভুঁইফোড় পেজ ‘ভাইরাল নিউজ’ থেকে ছড়ানো মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল ঈর্ষা ও আক্রোশের বশে এডিট করা ভিডিও এবং মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তার সুনাম ক্ষুণ্ণ করার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বাজার এলাকায় এক ট্রাকচালকের সঙ্গে সামান্য কথা-কাটাকাটির ঘটনাকে সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করে ‘ভাইরাল নিউজ’ নামের ফেসবুক পেজ থেকে ভিডিও প্রচার করা হয়। এর আগেও হাওরের জেলেদের মাছ ধরার একটি পুরোনো ভিডিও এডিট করে জুনেদ তালুকদারের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালানো হয়েছিল।
উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন বলেন, “এসব ভিডিও ও মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। শাল্লার শান্তিপ্রিয় মানুষের মাঝে বিভেদ সৃষ্টির জন্যই এমন অপপ্রচার ছড়ানো হচ্ছে।”
শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই বলেন, “জুনেদ আহমেদ তালুকদার এলাকার একজন সুনামধন্য ব্যক্তি এবং বিএনপির নিবেদিত প্রাণ নেতা। আন্দোলন-সংগ্রামের সময় তিনি বহু নির্যাতন সহ্য করেছেন। এখন একটি মহল আক্রোশের বশে তাকে হেয় করার ষড়যন্ত্রে নেমেছে। আমরা এই মিথ্যা প্রচারের তীব্র নিন্দা জানাই।”
স্থানীয় আরও কয়েকজন জানান, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে দীর্ঘ রাজনৈতিক পথ অতিক্রম করেছেন জুনেদ তালুকদার। তার জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতার কারণেই একটি পক্ষ দীর্ঘদিন ধরে বিরূপ আচরণ করছে।
নিজের প্রতিক্রিয়ায় জুনেদ আহমেদ তালুকদার বলেন,
“দীর্ঘ ১৬ বছর ধরে নানা চড়াই-উতরাই পেরিয়ে বিএনপির রাজনীতি করছি। একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ভিডিও ও লিখনি ছড়াচ্ছে। এটি আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক।”
তিনি আরও বলেন, “এ ধরনের ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে আমি খুব দ্রুত আইনের আশ্রয় নেব। যারা ‘ভাইরাল নিউজ’ নামে ভুয়া পেজ পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আমি আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি।”
প্রতিবাদকারীরা সম্মিলিতভাবে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন— ভুয়া ফেসবুক পেজ ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শাল্লার শান্তিপ্রিয় পরিবেশ অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।






















