শ্রাবণী আক্তারের মৃত্যুতে কমলগঞ্জে দোয়া মাহফিল

দৈনিক ক্রাইম তালাশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মাহামুদুল কবির নয়নের ছোট বোন মোছাম্মৎ শ্রাবণী আক্তার (২৬) দীর্ঘদিন ক্যান্সারে ভুগে গত ২২ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
পত্রিকার অফিসিয়াল কর্মসূচি হিসাবে দৈনিক ক্রাইম তালাশ পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি এহিয়া আহমদ রাফি বাস্তবায়নে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় গতকাল রবিবার বাদ যুহর উপজেলার পতনউষার ইসলামি মালিকিয়া মাদরাসার হল রুমে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পতনউষার ইসলামি মালিকিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হাফিজ, শিক্ষক মাওলানা আজিজুর রহমান, মাওলানা ওলিদ জামিল, হাফেজ আহমাদুল্লাহ।
পতনউষার ইসলামি মালিকিয়া মাদরাসার হিফজ বিভাগ শিক্ষক হাফেজ মাওলানা নজরুল ইসলামের মোনাজাতের মাধ্যমে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।





















