রাজনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

মৌলভীবাজারের রাজনগরে মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯মে) সকালে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা। পরে বিকেলে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
বিকেলে আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. এ. কে. জিল্লুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর দুলাল দেবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার আলম, রাজনগর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ জিলাল উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ মো. নেয়ামত উল্লাহ, মৌলনা মুফজ্জল হোসেন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমদ, বিমলাচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানিক লাল গোস্বামী, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন।
বিতর্ক প্রতিযোগিতায় ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হয় মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয় খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়।





















