মৌলভীবাজার টাউন ঈদগাহে ঈদুল আজহার জামাত
ইমামতি করবেন বরুণার পীর সাহেব

প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদুল আজহায় মৌলভীবাজার পৌর টাউন ঈদগাহ ময়দানে ঈদের নামাজের আয়োজন করা হয়েছে। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬টা ৩০ মিনিটে।
এতে ইমামতি করবেন দেশের বরেণ্য আলেম ও বুজুর্গ, আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমীর, শেখবাড়ি জামিয়ার মুহতামিম আল্লামা মুফতী রশীদুর রহমান ফারুক। যিনি বরুণার পীর নামেও সর্বমহলে সুপরিচিত।
ঈদগাহ কমিটির এমন সিদ্ধান্ত প্রকাশের পর অনলাইন ও অফলাইন জুড়ে নেটিজেনদের প্রশংসায় ভাসছে। সাদরে গ্রহণ করেছেন মৌলভীবাজারের সর্বমহলের ধর্মপ্রাণ মুসল্লিয়ান। ঈদগাহ কমিটির এ সিদ্ধান্তকে সময়োপযোগী ও যথোপযুক্ত স্বীকার করে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছেন।
ঈদগাহ কমিটি থেকে জানানো হয়েছে, সকল মুসল্লিকে যথাসময়ে ঈদগাহে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। জামাত চলাকালীন পরিবেশ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ রাখতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
বৃষ্টি হলে স্থানীয় জামে মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলেও আয়োজন কমিটি নিশ্চিত করেছেন।
দ্বিতীয় জামাতে ইমামতি করবেন বায়তুল আমান জামে মসজিদের সম্মানিত খতীব বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শেখ মোঃ আব্দুল হক।
তৃতীয় জামাতে ইমামতি করবেন শাহ মোস্তফা দরগাহ জামে মসজিদের সম্মানিত খতীব বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শিহাব উদ্দীন।
প্রশাসনিক দায়িত্বে থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব বুলবুল আহমেদ।





















