শ্রীমঙ্গলে মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষ; নিহত-১, আহত-২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। গতকাল রবিবার বেলা একটার দিকে শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকায় ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ট্রাক উপজেলার উপজেলার উত্তরসুর (শাহজীর বাজার) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে ৩জন গুরুতর আহত হন।
আহত ৩জনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ঝুনু বৈদ্য (৪৫) নামে একজনকে মৃত্যু ঘোষণা করেন এবং আহত ২জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন। নিহত ঝুনু বৈদ্য শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত রামাই বৈদ্য এর ছেলে। আহত দুইজনের মধ্যে এন নিহতের আপন ভাই রুনু বৈদ্য (৫৫) এবং খাজা মিয়া (৫০) শ্রীমঙ্গল পৌরসভার কালিঘট রোড জমির হোসেন এর ছেলে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মৌমিতা বৈদ্য বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৩জনকে রবিবার বেলা ১টার ১২ মিনিটে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই ঝুনু বৈদ্য নামে একজন মারা যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত দুজনকে আমরা মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেছি।
এবিষয়ে শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার এসআই তারেকুজ্জমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে আহত ৩জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এ ঘটনায় পিকআপ চালকসহ দুইজন যাত্রী আহত হন। এরমধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেছেন। ট্রাক চালকককে আটক করতে না পারলেও আমরা ট্রাক ও পিকআপ ভ্যান হাইওয়ে থানায় নিয়ে এসেছি। নিহত ঝুনু বৈদ্য এর আপন ভাই টুনু বৈদ্য বলেন, আমার ভাই সিলেট উসমানী নগর এলাকার বুরুঙ্গা বাজারে দীর্ঘদিন ধরে ফল ব্যবসা করতেন। তার ভাতিজির বিয়ে উপলক্ষে আজ বাড়িতে আসার পথে দুর্ঘটনায় মারা যান। এঘটনায় আহত আমার আরেক ভাই রুনু বৈদ্যকে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকরা সদর থেকে সিলেট উসমানী মেডিকেল কলেজে রেফার করেছেন। আমরা সিলেট যাচ্ছি। দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম।





















