শিরোনাম :
বিজ্ঞপ্তি :
হাওরে গরু খুঁজতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর হাওরেই মিললো যুবকের লাশ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাকালুকি হাওর থেকে নিখোঁজের দুই দিন পর উদ্ধার করা হলো লোকমান মিয়া (৩৮) নামে এক যুবকের লাশ। রবিবার (১ জুন) সকাল ৯টার দিকে ভূকশিমইল ইউনিয়নের হাওরের একটি অংশে পানিতে ভেসে থাকা অবস্থায় স্থানীয়রা লাশটি দেখতে পান। পরে পরিবারের সদস্যরা গিয়ে শনাক্ত করেন।
লোকমান মিয়া কুলাউড়ার বরমচাল ইউনিয়নের রফিনগর গ্রামের বাসিন্দা এবং আব্দুল লতিফের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ মে সকালে চাচাতো ভাইয়ের হারিয়ে যাওয়া একটি ষাঁড় খুঁজতে একাই রওনা দেন তিনি। রফিনগর-মাধবপুর হাওরের দিকে গিয়েছিলেন তিনি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।





















