মৌলভীবাজারের ইতিহাসে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত

হাজারো মুসল্লিদের উপস্থিতিতে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহার জামাত মৌলভীবাজার টাউন ঈদগাহে সম্পন্ন হয়েছে।
ঈদের প্রথম জামাতকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা ভোর থেকে আসতে থাকেন ঈদগাহে। সময় বাড়ার সাথে সাথে হাজারো মুসল্লিদের সমাগম ঘটে।
এতে ইমামতির দায়িত্ব পালন করেন বরুণার পীর, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদিস আল্লামা মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী।
মুসল্লিরা বলেন, বিগত দিনের রেকর্ড ভেঙে এবছর সবচেয়ে বড় ঈদের জামাত হয়েছে। পাশাপাশি উৎসবমুখর পরিবেশে সকলেই ঈদের জামাতে অংশ গ্রহণ করেছেন।
তারা আরও বলেন, মূলত বরুণার পীর সাহেবের পেছনে ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে দূর-দূরান্ত থেকে এসেছেন। এবারের ঈদের নামাজ স্মরণীয় হয়ে থাকবে। তাছাড়া বরুণার পীর সাহেবের ইমামতির ধারা অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদী।
জামাতের পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মো. ইসরাইল হোসেন।
এ সময় মৌলভীবাজার জেলার বিশিষ্ট উলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।






















