শিরোনাম :
বিজ্ঞপ্তি :
এসএসসি ৯৬ ব্যাচ আয়োজনে
শ্রীমঙ্গলে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষককে সংবর্ধনা প্রদান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় পর্যায়ে সহকারী শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় ইনাম উল্লাহ খানকে সংবর্ধনা প্রদান করেছে এসএসসি ৯৬ ব্যাচ।
শুক্রবার (১৩জুন) রাতে শহরের একটি রেস্টুরেন্টে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
জানা যায়, সম্প্রতি উপজেলার ষাঁড়েরগজ সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক ইনাম উল্লাহ খান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। এ উপলক্ষে শ্রীমঙ্গলের এসএসসি ১৯৯৬ ব্যাচের বন্ধুদের উদ্যোগে তাকে এ সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
এ ব্যাপারে ৯৬ ব্যাচের শিক্ষার্থী গোপাল দেব জানান, একজন শিক্ষক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় এটা শ্রীমঙ্গলের গর্ব,তাই বিবেকের অনুভূতি থেকে আমরা ৯৬ ব্যাচের কতিপয় বন্ধু মিলে তাকে ছোট্ট পরিসরে অভিনন্দন জানাতে পেরে আনন্দিত অনুভব করছি।






















