তাহিরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের মাসিক নির্বাহী সভা ও পথসভা অনুষ্ঠিত

মেরাজ বিন আশকর, সুনামগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ খেলাফত মজলিস তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে মাসিক নির্বাহী সভা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১লা সেপ্টেম্বর) দুপুরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন হাফেজ আবুল ফজল।
সংগঠনের সাধারণ সম্পাদক মৌলভী এরশাদুল আলমের সঞ্চালনায় এবং সভাপতি মাওলানা মোখলেসুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আ. জলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হোসাইন সারোয়ার। এছাড়াও বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের দায়িত্বশীল নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
নির্বাহী সভা শেষে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় সুনামগঞ্জ-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোখলেসুর রহমান এলাকার জনগণের পাশে থেকে অনিয়ম-অবিচার দূরীকরণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সুনামগঞ্জ-১ আসনকে উন্নয়নের পথে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।























